বাংলাদেশে আসার জন্য উন্মুখ আর্জেন্টাইন কোচ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সেই যে আবাহনী লিমিটেডের কোচ হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। এরপর আর কোচিং করানোর সুযোগ হয়নি বাংলাদেশে। দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। এবার তিনি সাইফ স্পোর্টিংয়ের কোচ হয়ে ফিরছেন। ৫৫ বছর বয়সী কোচ ঢাকায় পা রাখছেন আগামী শনিবার ভোরে।
দীর্ঘদিন পর হলেও বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক এই কোচ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানে সবকিছু আমার চেনা জানা। অনেক দিন ধরে কাজ করার সুযোগ খুঁজছিলাম। এবার সুযোগ মিলতেই রাজি হয়ে যাই। শনিবার ভোরে আমি ঢাকায় নামবো।’
২০০৫ সালে এই আর্জেন্টাইন কোচের অধীনেই সাফে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। ক্রুসিয়ানি তার পর মালদ্বীপের কোচ হয়েছিলেন। সেখানে বেশ কিছু দিন কোচিং করিয়ে এবার সাইফের হয়ে সাফল্য পেতে চাইছেন। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরীও আস্থা রাখছেন আর্জেন্টিনার কোচের ওপর, ‘অনেক কোচকে দেখেছি। এবার লাতিন আমেরিকা থেকে কোচ আনছি। ক্রুসিয়ানির তো এখানে কাজ করার অভিজ্ঞতা আছে। আশা করছি তার অধীনে দল সাফল্য পাবে।’