সালাউদ্দিনের শ্রীলঙ্কা যেতে জামালদের ‘অনুমতি’ দরকার

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সাফ চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে নেপালের বিপক্ষে গোল খেয়ে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাতে নতুন মিশন। চার জাতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে মারিও লেমসের অধীনে। বর্তমানে লাল-সবুজ দলের অনুশীলন চলছে। বেরাইদের ফর্টিস মাঠে অনুশীলনের একফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে জামাল ভূঁইয়ার কথাও হয়েছে। সেখানে তিনি বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চেয়েছেন শ্রীলঙ্কায় যাবেন কিনা!
বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হবে। তার আগে দলের অনুশীলনে গিয়ে জামাল-তপুদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতির প্রত্যাশা ফাইনাল খেলা ও ট্রফি জয়। তাই তো মাঠের ভেতরেই অধিনায়ক জামালকে ডেকে তার জিজ্ঞাসা, ‘আমি কি শ্রীলঙ্কায় যাবো নাকি যাবো না? তোমাদের অনুমতি লাগবে।’ সংবাদমাধ্যমে এই বিষয়টি জানানোর পর উত্তরে অধিনায়ক জামাল কী বলেছেন, সেটাও পরিষ্কার করলেন বাফুফে প্রধান, “ওরা (জামাল ভূঁইয়া) বলেছে, আপনাকে চ্যাম্পিয়নশিপ দেবো।’ আমি তখন বলেছি, চ্যাম্পিয়নশিপ দিলে আমি ফাইনালে যাবো। না দিলে আমাকে ভিসা দিও না।”
সাফে নেপালের বিপক্ষে উইঙ্গার রাকিব হোসেনের ভুল পাসে ম্যাচের চিত্র পাল্টে যায়। রাকিবকে ডেকে সেই ভুলের বিষয়টি নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি নিজেই জানালেন সেটি, “আমি রাকিবকে বলেছি, ‘মালদ্বীপের প্রতিযোগিতা তুমি সেরা খেলোয়াড়। ব্যাকপাসটা কীভাবে করলে।’ এটার তো উত্তর নেই। ওই ব্যাকপাসটাই আমার দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
রাকিব সভাপতিকে পেয়ে উজ্জীবিত। এই উইঙ্গার বলেছেন, ‘গতবারের চেয়ে ভালো কিছু করার প্রত্যাশা এবার। ওয়ান টু ওয়ান (সভাপতির সঙ্গে) কথা বলে খুব ভালো লেগেছে। ভুল হবেই, কিন্তু ভুলগুলো শুধরে নিয়ে খেলতে পারলে টিমের জন্য ভালো হবে। সভাপতি কথা বলায় আমার আত্মবিশ্বাস আরও বাড়ছে। মনে হচ্ছে, আরও ভালো কিছু করতে হবে।’