নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »
সারাদেশের মতো জেলার ফটিকছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।রবিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা প্রশাসন, ফটিকছড়ি ও ভুজপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজতৈনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলনা (বীর প্রতিক) গণমিলনায়তে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান সালামত উল-াহ শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি খায়রুল বশর, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দীনসহ অনেকে।