নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :
ফটিকছড়ি আওয়ামী লীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন ও কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মহাসমাবেশ পরবর্তী এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ ডিসেম্বর) বিকালে বিবিরহাট রাজঘাট চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ১০ হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক মিছিল সদর বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শাহ আলম সিকদারের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তৌহিদুল আলম (বাবু), মুহাম্মদ শাহজাহান, এইচ. এম আবু তৈয়ব,সৈয়দা রিফাত আক্তার, এস.এম সোলায়মান, জানে আলম, দিদারুল বশর চৌধুরী (দুদু), আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহনেওয়াজ, সাজেদা সাফা, জেবুন নাহার মুক্তা প্রমুখ। বক্তারা বলেন, বাংলার স্বাধীনতার যিনি রূপকার তাঁর ভাস্কর্য ভাংচুর করেছে পাকিস্তানিদের প্রেতাত্মারা। পৃথিবীর বিভিন্ন দেশে গুণিজনদের ভাস্কর্য আছে, অনেক মুসলমান দেশেও আছে। কিন্তু সেটা নিয়ে আজও কোন কথা উঠেনি তার মানে বুঝা যাচ্ছে এটা একটি পরিকল্পিত চক্রান্ত। এ বাংলায় এ ধরনের চক্রান্ত ভবিষ্যতে আর মেনে নেওয়া হবেনা।এর আগে দুপুর থেকে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দেয় সমাবেশে। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে রাজঘাট চত্বর এলাকায় কোন জায়গা না পেয়ে নেতাকর্মীদের আশপাশের দালানের ছাদে অবস্থান নিতে দেখা গেছে।