প্রকৃতিকে সম্মান জানাতে হবে

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক »
‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’।
পরিবেশ রক্ষায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে গতকাল বিকাল ৪ টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।
বক্তারা বলেন, সব ভেদাভেদ হানাহানি ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে প্রকৃতিকে সম্মান জানাতে হবে। প্রকৃতির উপর মানুষের অত্যাচারের কারণে অনেক প্রাণীকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। পরিবেশ বিজ্ঞানীদের মতে ২৫০ বছরে ৬০০ প্রজাতির গাছ আমরা হারিয়ে ফেলেছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে প্রকৃতির উপর নির্যাতন করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়। কিন্তু সকল মানুষ প্রকৃতির উপর অত্যাচার করে না। যারা অন্যায়ভাবে গাছ নিধন করে , জলাশয় ভরাট করে ,পাহাড় কাটে তাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জনার্দন বণিক, প্রধান শিক্ষক সন্জিব কুসুম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী , বীর মুক্তিযোদ্ধা সুরজিত দাশ, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক কাজল দত্ত, সাংবাদিক প্রীতম দাশ , সদস্য সচিব সজল শিকদার, বিপবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত, মিশন দাশগুপ্ত, সন্তোষ ঘোষ, জসীমউদ্দিন, দীপংকর চৌধুরী কাজল, আবৃত্তি শিল্পী রাশেদ রউফ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পাল, রতন ঘোষ, শিক্ষক অজিত কুমার শীল, দুলাল মল্লিক, ফরমান উল্লাহ চৌধুরী।