পতেঙ্গায় অবৈধ গড়া ৫০টি মাছের আড়ত ও দোকান উচ্ছেদ

চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক »

নগরীর পতেঙ্গায় বঙ্গবন্ধু ট্যানেলের সড়কের পাশে অবস্থিত আনন্দবাজার জেলে খাল সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

চসিক সূত্রে জানা যায়, আনন্দবাজার জেলে খাল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বাজারটি খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। গতকাল সকালে সিটি করপোরেশন এ জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টি মাছের আড়ত ও দোকান উচ্ছেদ করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘বৃহস্পতিবারের অভিযানে ৫০টির মতো দোকান ভাঙা হয়। এরা খালের জায়গা দখল করে খাল ভরাট করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। আমরা উচ্ছেদের পাশাপাশি তাদের সাবধান করে দিয়েছি। আমাদের এ অভিযান নিয়মিত চলবে।’