নারী উন্নয়নে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়

সেমিনারে বক্তারা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শিল্প চর্চা কেন্দ্র ও আতœ উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে সেমিনার ও টকশো ‘বহ্নিশিখা’ মেহেদীবাগস্থ সংগঠনের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় সেমিনারে অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য ও সৌরিতা জাগ্রত মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা বড়ুয়া, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী অধ্যাপিকা ফাহমিদা জাহেদ চৌধুরী, পূর্বা নারী কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রামের লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান বেবী।
সেমিনারে বক্তারা বলেন, বিভিন্ন রাষ্ট্রের প্রেক্ষাপটে নারী উন্নয়নে আমাদের অর্জন অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় এবং প্রশংসনীয়। সব পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে ও চ্যালেঞ্জিং পেশায় আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশে ও অভিবাসী হিসেবে নারীর শ্রমের অবদান উল্লেখযোগ্য। নারী নির্যাতনের ও বৈষম্যের বিদ্যমান কারণগুলো দূরীকরণে সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা জরুরি। বিজ্ঞপ্তি