দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪৫, শনাক্তের হার ২৪.২৮ শতাংশ

সুপ্রভাত ডেস্ক »

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৫ জন মারা গেছেন। এর আগে, গত আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল। নিয়ে দেশে পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১১ হাজার ৪৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন আরটিপিসিআর পদ্ধতিতে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।