দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরা হবে

কাউন্সিলরদের সাথে সভায় মেয়র

‘৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সর্বকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত করা হবে। চট্টগ্রাম নগরীকে সুন্দর ও নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসভায় আগত নেতা-কর্মী ও জনসাধারণের জন্য খাওয়ার পানি, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্যসেবা প্রদানে মেডিক্যাল টিম ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হবে এবং দেশব্যাপী উন্নয়নের চিত্র জনগণের সামনে ফুটিয়ে তুলতে ব্যানার, ফেস্টুন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।’

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন।

সিটি মেয়রর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরগণ।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে যে আন্তরিকতা দেখিয়ে নগরীর অবকাঠামোগত উন্নয়নে ২ হাজার ৫শত কোটি টাকা, বরাইপাড়া খাল খননে ১ হাজার ৩শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, মহানগরীর যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে পতেঙ্গা থেকে বহদ্দারহাট পর্যন্ত ১৬ কিমি ফ্লাইওভার প্রকল্পসহ অসংখ্য প্রকল্প বাস্তবায়ন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল নির্মাণ করছেন নগরবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি