দুই চিকিৎসকের জন্য প্লাজমা দিলেন কনস্টেবল অরুন চাকমা

সিএমপি'র ট্রাফিক কন্সটেবল অরুন চাকমা

নিজস্ব প্রতিবেদক :

করোনাজয়ী নগর ট্রাফিক পুলিশের সেই কনস্টেবল অরুণ চাকমা করোনাভাইরাসে আক্রান্ত দুই চিকিৎসকের জন্য প্লাজমা দিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অরুণের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) মইনুল ইসলাম জানান, কনস্টেবল অরুণ চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অরুন চাকমা। গত ৩ মে তিনি তিনি সুস্থ হিসেবে ছাড়পত্র পান এবং কর্মস্থলেওযোগ দিয়েছেন।

সিএমপির এ কর্মকর্তা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে প্লাজমা দেন অরুন। কনস্টেবল অরুণের প্লাজমা করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন দু’জন চিকিৎসককে দেয়া হবে।

অরুণ সিএমপির প্রথম প্লাজমাদাতা কনস্টেবল। জানা গেছে, ট্রাফিক পুলিশ কনস্টেবল অরুণের শরীর থেকে প্লাজমা সংগ্রহের উদ্যোগ নেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম এবং করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান।