তিন ক্যাটাগরিতে টিকার নিবন্ধন চলছে

সুপ্রভাত ডেস্ক »

করোনা রোধকারী টিকার নিবন্ধন এখনও  সবার জন্য উন্মুক্ত হয়নি। আগে সুরক্ষা সাইট ও অ্যাপে ২৪টি ক্যাটাগরিতে নিবন্ধনের ব্যবস্থা ছিল।

করোনাভাইরাসের  টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) এখন মাত্র তিনটি ক্যাটাগরিতে (ধরন) নিবন্ধন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও টিকার নিবন্ধন শুরু হয়েছে বলে জানা যায়।

‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।