ঝুলন হয়ে আনুশকার প্রত্যাবর্তন, নাখোশ অনেকে

সুপ্রভাত ডেস্ক »

চার বছর পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা ভারতীয় ক্রিকেট দুনিয়ার ফার্স্টলেডি ঝুলন শর্মা হয়ে।

২০২০ সালের জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল পর্দায় ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করবেন আনুশকা। সিনেমার নাম ‘চাকদা এক্সপ্রেস’। ‘ক্রিকেট যদি ধর্ম হয়, তাহলে সেই ধর্মের দেবতার আসনে কেন শুধু পুরুষদেরই বসানো হবে?’ এমন প্রশ্ন ছু ড়ে দিয়েছিল ‘চাকদা এক্সপ্রেস’-এর টিজার।

৬ জানুয়ারি সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ায় এর টিজার প্রকাশ্যে আসে।

টিজারটি শেয়ার করে আনুশকা লেখেন, একটি অসাধারণ ত্যাগের গল্প বলা হবে এতে। এটি ভারতের নারী ক্রিকেট জগতের চোখ খুলে দেবে। ঝুলন এমন সময়ে একজন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিশ্ব মঞ্চে দেশকে তুলে ধরেছিলেন, যখন ভারতে নারীদের ক্রিকেট খেলার কথা কেউ ভাবতোই না।

আনুশকার মতে, ‘ভারতের মহিলা ক্রিকেটের বিপ্লব ঘটানোর জন্য ঝুলন ও তার সতীর্থদের স্যালুট জানানো উচিত। ঝুলনের গল্প শুনে আমি গর্বিত হয়েছিলাম। তার জীবনদর্শন ক্রিকেটপ্রেমীদের কাছে তুলে ধরার চেষ্টা করাটা আমার জন্য সম্মানের।’

এদিকে ঝুলনের চরিত্রে অনেকেই আনুশকাকে দেখে নাখোশ। কিছু ভক্তের মতে, আনুশকা এই চরিত্রের জন্য মানানসই নন। একজন বলেছেন, ‘যেহেতু পরিচালক বায়োপিক বানিয়েছেন, তাই ঝুলনের গায়ের রঙের সঙ্গে মিল রেখে অভিনেত্রী ঠিক করা উচিত ছিল।’ কারও মতে, কোনও বাঙালি অভিনেত্রীকেই এই চরিত্রে নেওয়া উচিত ছিল। অনেকে আবার আনুশকার ভাষা ও উচ্চারণগত সমস্যার কথাও বলেছেন।

তবে ঝুলন নিজে এই টিজার শেয়ার দিয়ে বলেন, ‘আপনি যখন টিম ইন্ডিয়ার জন্য খেলেন, তখন আপনার মাথায় দেশ ছাড়া অন্য কিছু থাকে না।  মেয়েদের খেলার সময় স্টেডিয়াম ফাঁকা থাকে, ছেলেরা বেশি পুরস্কার পাচ্ছে—  এসব তখন মাথায় থাকে না। মাঠে নামার পর বল হাতে শুধু প্রতিপক্ষের ব্যাট আর স্ট্যাম্পের দিকেই মনোযোগ থাকে।’