জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা এসেছে,একমাসের মধ্যে আসবে প্রায় ২৮ লাখ টিকা

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো টিকা হস্তান্তরের সময় সংবাদমাধ্যমের সাথে কথা বলেন।

সুপ্রভাত ডেস্ক »

কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ টি ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। আজ শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, জাপান থেকে টিকাবহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের (সিএক্স-০৪৯) একটি বিমানে এসব টিকা এসেছে।

টিকা গ্রহণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভারতের সেরাম বাংলাদেশকে প্রতিশ্রুত কেনা টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে অ্যাস্ট্র্যাজেনেকার টিকা পাওয়ার চেষ্টা করে। টিকা পেতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ করে বাংলাদেশ। শেষে জাপান তাঁদের অতিরিক্ত থাকা টিকা বাংলাদেশকে দিতে রাজি হয়। এ ছাড়া ইউরোপের বেশ কিছু দেশও বাংলাদেশকে টিকা দিতে রাজি হয়। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে এই টিকা এসেছে।

আগামী একমাসের মধ্যে আসবে জাপানের প্রতিশ্রুত অবশিষ্ট প্রায় ২৮ লাখ টিকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।