জাইকার সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট অবহিতকরণ সভা : ‘বর্জ্য পোড়ানোর কাজ দ্রুত হলে পরিবেশের জন্য মঙ্গল’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, জাইকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প একটি যুগোপযোগী উদ্যোগ। চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এখনো সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। এই বর্জ্য এখন পরিবেশকে ভয়ংকরভাবে দূষিত করছে। ইনসিনেটর এর মাধ্যমে এই বর্জ্য পোড়ানো কার্যক্রম যত দ্রুত করা যায় নগরবাসী ও পরিবেশের জন্য ততই মঙ্গল। তিনি চসিকের ডাম্পিং স্টেশনকে কিভাবে আরো আধুনিক করা যায় সে ব্যাপারে জানতে চাইলে জাইকার প্রজেক্ট টিমের ডেপুটি ন্যাশনাল টিম লিডার কনসালটেন্ট প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, ডাম্পিং স্টেশনগুলো যেকোন সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নতুন ল্যান্ড ফিল্ড প্রয়োজন। প্রশাসক নতুন ল্যান্ড ফিল্ডের জায়গা খুঁজে বের করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। চসিককে আরো কমপেক্টর ক্যারিয়ার ও বর্জ্য পরিবহনের ট্রাক প্রদানের আহ্বান জানান প্রশাসক। গতকাল দুপুরে টাইগারপাসের চসিক প্রশাসক দপ্তরে জাইকার সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট অবহিত করণ সভায় প্রশাসক এ আহ্বান জানান।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, জাইকার প্রকৌশলী গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি