উখিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
নিরাপদ মাতৃসেবা প্রদানের নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, রোগীদের অবহেলা নয়, যেকোন অবস্থাতেই রোগীদের মানসম্মত সেবা প্রদান করাই প্রতিটি স্বাস্থ্যকর্মীর নৈতিক দায়িত্ব। গত সোমবার সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মো. হাসান ইমাম, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বডুয়া রাজন, মেডিক্যাল অফিসার (এমওসিএস) ডা. সৌনম বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার, ডা. সাকিয়া হক ও স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা, মো. আককাস আলী সেখ, সিভিল সার্জন কক্সবাজার কার্যালয়ের, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম। এছাড়াও হাসপাতালের কর্মরত সকল মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স , মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে মহাপরিচালক উখিয়া বৃহত্তর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রসূতি সেবা, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, শিশু সুরক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক দৃশ্যমান স্বাস্থ্য সেবা প্রত্যক্ষ করেন। এসময় তিনি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অজিত কুমার বড়–য়ার নিকট বেশ কিছু প্রশ্ন উত্থাপনের বিপরীতে সদুত্তর উত্তর প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা রোহিঙ্গা ক্যাম্প ০৭ এর প্রাইমারি স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বডুয়া রাজন বলেন, হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কর্মকান্ড প্রত্যক্ষ করে মহাপরিচালক তার দিক নির্দেশনামূলক বক্তব্যে সেবা প্রদান ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও ডাক্তার-নার্সদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন।