চিকিৎসাধীন অবস্থায় চমেকে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার  সকালে আমিনুল হক ওরফে চৌধুরী মিয়া (৮০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই উপজেলার কাঁটাছড়া এলাকার আহছান উল্লাহর ছেলে। এ কয়েদির মৃত্যুর বিষয়টি শনিবার রাতে সুপ্রভাতকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আমিনুল হক কারাবন্দি হওয়ার পর থেকেই হার্টের সমস্যাসহ  বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মারা যাওয়া আমিনুল হক মিরসরাই থানায় ২০০৪ সালের মে মাসে দায়ের হওয়া একটি ঘর পোড়ানোর মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। ওই মামলায় গত ২মাচ তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ৮ জুন পুনরায় অসুস’ হয়ে পড়লে আবারও তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আমিনুল হক।  তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।