চালু রাখায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা কার্যক্রম চালু রাখায় চকবাজারের দ্ইু কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরের চকবাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে চকবাজারের ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, করোনার জন্য সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বন্ধ থাকলেও কিছু কোচিং সেন্টার সরকারি আদেশ উপেক্ষা করে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস পরিচালনা করছে যা স্বাস্থ্যবিধির লঙ্ঘন। যার কারণে তাদের জরিমানার পাশাপাশি কোচিং বন্ধ রাখতে সতর্ক করা হয়েছে।