চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীর ওপর পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় যুবদলের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মহানগর যুবদল।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নাসিমন ভবনে বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার কার্যালয়ে একটি সভা করে মহানগর যুবদল। সভা শেষে নেতাকর্মীরা কাজীর দেউড়ির রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। যুবদল নেতাদের অভিযোগ, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল সভা শেষে বিদায় নিচ্ছিলেন। এ সময় সেখানে আমাদের নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশ যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা করেনি।’ তিনি বলেন, ‘তারা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয়। তাই আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছিলাম। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেনি।’

এর আগে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অবৈধ মূল্যবৃদ্ধির জন্য সরকার ও ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন।