চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩০.৪৬ শতাংশ, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬। একই সময়ে করোনায় মারা গেছেনএকজন।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৭৫৭ জন এবং উপজেলার ১৭৩ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ৮ হাজার ৩৭৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৯ হাজার ২৪ জন এবং উপজেলার ২৯ হাজার ৩৫২ জন।

একই সময়ে নগরে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৪২ জনে। এদের মধ্যে নগরের ৭২৮ জন এবং উপজেলার ৬১৪ জন।

গত ২৪ ঘণ্টায় বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৬২৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া, ৮৭ জনের এন্টিজেন পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫৬ জনের নমুনা পরীক্ষায় ১১১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৫৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জন, ল্যাব এইডে ৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৪৮ জনের  নমুনা পরীক্ষায় ২৬ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।