চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

১৮৫৯ নমুনায় ২১২ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক <<
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১২ জন। গত সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং আরটিআরএল ১৮৫৯ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ২১২ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৭০৬ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে জানা যায়, গত সোমবারে ১৮৫৯ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ২১২ জন। এর মধ্যে নগরীতে ১৮৮জন এবং উপজেলায় ২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। এ নিয়ে নগরীতে ২৮৩ জন এবং উপজেলায় ১০৩ জনসহ করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডিতে ৬৮৪ নমুনার মধ্যে ৫৬ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০১ নমুনায় ৩৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৭০৪ নমুনায় ২৩ জন, শেভরনে ২৮১ নমুনায় ৪৫ জন, আরটিআরএল ল্যাবে ৫০ নমুনায় ৩২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৯ নমুনায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।