চট্টগ্রামের সন্তান হিসেবে এর বিরোধিতা করেছিলাম

প্রকৌশলী কাজী হাসান বিন শামস
প্রধান প্রকৌশলী , চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

সিআরবি নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবার আগে বিরোধিতা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ( সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। সিডিএ’র অনুমোদন ছাড়া সিআরবিতে কোনো স্থাপনা বা প্রকল্প নির্মাণ করা যাবে না। আর সিআরবি হেরিটেজ জোন হিসেবে চিহ্নিত থাকায় এখানে কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেওয়া যাবে না।
একজন সরকারি চাকরিজীবী হওয়ার পরও মিডিয়ায় এভাবে সরকারের প্রকল্পের বিরোধিতা প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন,‘ আমি সরকারের পদে থাকলেও প্রথমে আমি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামের জন্য কোনটা ভালো তা আমি বুঝি। আর সেই বুঝি দেখেই চাকরি করার পরও এর বিরোধিতা করেছি। আজ এর ফলাফল এসেছে।’
তিনি বলেন,‘ চট্টগ্রামের এসব প্রাকৃতিক স্পটগুলোকে যদি আগে থেকে এভাবে রক্ষা করা যেতো তাহলে এ শহর আরও সুন্দর হতো।’
সিডিএ’র ছাড়পত্র ছাড়া এ নগরে কোনো ভবন বা প্রকল্প বাস্তবায়ন করা যায় না উল্লেখ করে হাসান বিন শামস বলেন,‘ সরকারি প্রজ্ঞাপন ও আইন অনুযায়ী সিডিএ আওতাধীন এলাকায় কোনো স্থাপনা বা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সিডিএ থেকে অনুমোদন নিতে হয়। আমরা তাদের অনুমোদন দিতাম না।