চকরিয়ায় আলমগীর, মহেশখালীতে মকছুদ ও পেকুয়ায় জাহেদ জয়ী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, প্রতিনিধি, চকরিয়া »
কক্সবাজারের মহেশখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মকছুদ মিয়া ১ হাজার ৪২৮ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজমকে হারিয়ে জয়ী হয়েছেন।
এ উপজেলায় সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবু তাহের, ২ নম্বর ওয়ার্ডে আজিজ মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে মোতাহের হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জনি মং, ৫ নম্বর ওয়ার্ডে মনজুর আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে প্রণব কুমার দে, ৭ নম্বর ওয়ার্ডে শামসুল আলম বাদশা, ৯ নম্বর ওয়ার্ডে খায়ের হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়েছে।
চকরিয়া

প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে বড়ধরণের অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে গতকাল প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে ২১ হাজার ৪৯০ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র আলমগীর চৌধুরী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী নাগরিক কমিটির মনোনীত মেয়রপ্রার্থী জিয়াবুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭৬২ ভোট। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ গতকাল রাতে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় আলমগীর চৌধুরীকে তিনি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়াও নির্বাচনে সংরক্ষিত ১২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম (আনারস), ৪৫৬ নম্বর ওয়ার্ডে ফারজানা ইয়াছমিন ফোরকান (অটোরিক্সা), ৭৮৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম (আনারস) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (উটপাখি), ৩ নম্বর ওয়ার্ডে ইফতেখারুল ইসলাম হানিফ (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে জাফর আলম কালু (ব্রিজ), ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু (ফ্লাস্ক), ৬ নম্বর ওয়ার্ডে আবদুস ছালাম (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে নুরুল আমিন (উটপাখি), ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুজিবুল হক মুজিব (উটপাখী) ও ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড) নির্বাচিত হয়েছেন।
পেকুয়া
কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৯২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯২২ ভোট।