গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর জন্য এডিবির ১০ কোটি ডলার ঋণ অনুমোদন

সুপ্রভাত ডেস্ক :

উন্নত কৃষি এলাকা বা কৃষি প্রক্রিয়াকরণ এলাকার সঙ্গে গ্রামীণ মানুষের যোগযোগ স্থাপনের লক্ষ্যে দেশে চলমান গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নতকরণ প্রকল্পের আওতা বৃদ্ধিকরণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
সোমবার এডিবির আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত অর্থায়ন বাংলাদেশের গ্রামীণ যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে বলে সংস্থাটি আশা করছে। গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নতকরণ প্রকল্পের আওতায় ১৭০০ কিলোমিটার সড়কের পরিবর্তে এখন ২৬৩০ কিলোমিটার সড়ক নির্মিত হবে। দেশের ৩৪টি জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ২০ কোটি ডলার ব্যয়ে গত ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।