গায়ে ধাক্কা লাগায় নগরে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক »

নগরীর হালিশহরে ঝুলন কমিউনিটি সেন্টারে মেলায় ধাক্কা লাগার জেরে ছুরিকাঘাতে ফাহিম (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। একই ঘটনায় ছুরিকাঘাতে ইমন (১৬) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাতে পাহাড়তলী থানার ঈদগাঁ রাস্তা মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হালিশহর থানাধীন পানির কল বউ বাজার দোয়া পাড়া এলাকার মো. জহিরের ছেলে। গুরুতর আহত ইমন একই এলাকার দুলালের ছেলে।

নিহত ফাহিমের পিতা মো. জহির বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় এক চায়ের দোকানে ছেলে ফাহিম ও তার বন্ধু ইমনকে অজ্ঞাত কিছু ছেলে অতর্কিত হামলা চালায়। এসময় ফাহিম ও ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি। পরে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ফাহিম মারা গেছে বলে জানায়। এসময় গুরুতর আহত ইমনকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থাও আশংকাজনক।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান সুপ্রভাতকে বলেন, হালিশহরে ঝুলন কমিউনিটি সেন্টারে মেলায় ধাক্কা লাগার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে তারা আপস করতে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় এক চায়ের দোকানে বসে। এসময় ছুরিকাঘাতে ফাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়। একই ঘটনায় ইমন নামে এক কিশোর সংকটাপন্ন অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, পাহাড়তলী থানার ঈদগাঁ রাস্তার মাথা চায়ের দোকানের সামনে ফাহিম ও ইমন নামে দুই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে ফাহিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমন হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।