গণতন্ত্রকে বন্দি করা হয়েছে : শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছে। কারণ আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু এসব করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবেনা। বিএনপির আন্দোলনের অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি কেন্দ্রঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।’
তিনি চট্টগ্রামবাসীকে বিভাগীয় সমাবেশ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি গতকাল শুক্রবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে উত্তর জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। তাই জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সে নির্বাচন মেনে নেবে না।’
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তাই ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়বো। তাদেরকে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে বাধ্য করবো’।
উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, অ্যাডভোকেট আবু তাহের, আওয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, ইউছুপ নিজামী, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির রিপন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম জনি, ফজল বারেক, সৈয়দ নাসির উদ্দীন, জাসাসের কাজী সাইফুল আলম টুটুল, শফিউল আলম, মো. ছিদ্দিক, আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, কাজী মহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি