মিলেছে কিছু স্বর্ণ, বাকিগুলো ‘ইমিটেশন’

পটিয়ায় মন্দিরে চুরি

নিজস্ব প্রতিনিধি,পটিয়া

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের প্রাচীন একটি মন্দির থেকে চুরি হওয়া কিছু স্বর্ণলংকার ও রূপা পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরের পর ধলঘাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নন্দেরখীল গ্রামে রহস্যজনকভাবে পড়ে থাকা অবস্থায় স্বর্ণলংকারগুলো উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় এক ব্যক্তি স্বর্ণালংকার দেখে ছবি তুলে পরবর্তীতে পুলিশকে খবর দেয়। তবে এসব স্বর্ণ কারা ফেলে গেছে তা পুলিশ কিংবা স্থানীয়রা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের ধলঘাট বুড়া কালী মন্দিরের ১৩ জানুয়ারি গভীর রাতে তালা ও গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণ ও আনুমানিক ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্ত্তী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত স্বর্ণলংকার যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪ ভরি ৫ আনা ওজনের একটি স্বর্ণের তাজ, ১৭ ভরি ওজনের বেশকিছু রূপা মিললেও বাকিগুলো ইমিটেশন বলে দাবি করা হয়।
ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, মন্দির থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পটিয়া থানার এসআই সনজয় ঘোষ জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়েছে। ক্লু বের করার চেষ্টা চলছে।