সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলা
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ২২ মার্চ।
গতকাল সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সহযোগী সংগঠন উদ্যোগে শহরের শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে হিন্দুদের বিতারিত করতে ফেসবুকে ধর্ম অবমাননায় ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে কক্সবাজারে রামু, পাবনার সাঁথিয়া, রংপুরের গঞ্জাছড়া, কুমিল্লার হোমনা, ব্রাক্ষণবাড়িয়ার নাছির নগর, ভোলার বোরহান উদ্দিন, মুরাদ নগরের কোরবানপুর এবং গত ১৭ই মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামেসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালগুদের উপর যে নির্যাতন-নিপীড়ন, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ চলছে তা আর কতদিন চলবে?।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট বিধান কানুনগোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সজল বরণ সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতা বাবুল দেব, স্বপন দেবনাথ, মিলন কান্তি দে, অশোক মজুমদার, তমাল দাশ লিটন, পরিমল ধর, সুজিত দে, বন দে, প্রশান্ত সাহা, বিপ্লব শীল ও রুপেন পাল বক্তব্য রাখেন।