কী কথা হলো সাকিব-তামিমের মধ্যে?

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল অনুশীলনের ফাঁকে উইকেট দেখছিলেন অধিনায়ক তামিম ইকবাল, কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কিউরেটর প্র্র্র্র্রাভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা বাবু। হঠাৎ অধিনায়ক তামিম ইকবালের মনে হলো, উইকেট নিয়ে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে পরামর্শ প্রয়োজন। তার মতামত নিতে হবে। যেই ভাবা সেই কাজ, তিনি ডাক দিলেন, ‘সাকিব! এই সাকিব!’
দু’জনের মধ্যে তিক্ত সম্পর্ক এবং সেই সম্পর্কে জোড়া লাগানোর জন্য বার কয়েক চেষ্টা করেও ব্যর্থ হলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘মাঠের বাইরে সম্পর্ক যেমনই থাকুক, মাঠের ভেতরে আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক। বাইরের সম্পর্কের প্রভাব আমরা মাঠের ভেতর পড়তে দেবো না।’
সম্পর্কের তিক্ততা মাঠের মধ্যে হয়তো দেখা যাচ্ছে না। একসঙ্গে জুটি গড়ছেন সাকিব-তামিম। সাকিবের বলে ক্যাচ নিয়ে তামিম ইকবাল এসে হাত মিলিয়ে উদযাপনও করেছেন। তবুও কেন যেন অস্বস্তিটা থেকেই যাচ্ছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই সিনিয়র ক্রিকেটার যখন সম্পর্কের তিক্ততা ভুলে দলের প্রয়োজনে একে অপরকে ডাকেন এবং পারস্পরিক আলাপ-আলোচনা করেন, তখন তা পুরো পরিবেশের ওপরই যেন একটা স্বস্তির সুবাতাস বইয়ে দেয়। খবর জাগোনিউজ’র
গতকালও তেমনটা হলো। উইকেট সম্পর্কে মতামত নেওয়ার প্রয়োজন দেখা দিলে তামিম নিজেই সাকিবকে ডাকছিলেন। যখন তামিম ডাকছিলেন, তখন হাতে বল নিয়ে ওয়ার্মআপ করছিলেন সাকিব। তামিমের ডাক প্রথমে শোনেননি তিনি। তামিমও বুঝতে পারেন বিষয়টা। এ কারণে আবারও চেঁচিয়ে তামিম ডাকলেন, ‘সাকিব! এই সাকিব!’। সাকিব এবারও শোনেননি। যদিও তার আশপাশে থাকা অন্যরা ডাকটা শোনেন এবং সাকিবের দৃষ্টি আকর্ষণ করেন। সাকিবও ডাক শুনে এগিয়ে যান সেন্টার উইকেটে তামিমের দিকে। সেখানে সাকিবও উইকেট দেখেন। তামিমের সঙ্গে তা নিয়ে কথা বলেন। হাত দিয়ে দেখাচ্ছিলেন, বল ঘুরবে। কোচ হাথুরুও যোগ দেন সাকিব-তামিমের আলোচনায়। উইকেটের মাঝে দাঁড়িয়ে তারা কী কথা বলছিলেন, তা হয়তো বোঝা যাচ্ছিল না। তবে, তাদের শরীরীভাষাই বলে দিচ্ছিল, উইকেট নিয়ে কথা বলছিলেন তারা। এ সময় তামিম আবার ব্যাট হাতে শ্যাডো করছিলেন। সাকিব-তামিম এবং হাথুরুসিংহে- এই তিনজন মিলে আলাপ করেন প্রায় পাঁচ মিনিট। সাকিব-তামিমের দ্বন্দ্বের কারণে যখন সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা অবস্থা বিরাজমান, তখন তামিমের ডাক এবং সে ডাকে সাকিবের সাড়া দেওয়ার পর সবাই ধরেই নিতে পারেন, তাহলে কী বরফ গলছে দু’জনের শীতল সম্পর্কে? যদিও তা বলা মুশকিল। কারণ, সম্পর্কের শীতলতার বরফ তো গলতে হবে মূলত মাঠের বাইরে।