কিশোর-কিশোরী ক্লাবের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

পিকেএসএফ এর সহায়তায় মমতা’র পরিচালনাধীন কৈশোর কর্মসূচির আওতায় নগরীর হালিশহরের জি ব্লক এলাকায় কিশোর-কিশোরীদের এবং ডবলমুরিং এলাকায় মুহুরীপাড়া কিশোরী ক্লাবের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুটি ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা শামীম আরা লিপি, সৈয়দা সাহেদা ফাতেমা লিপি, শিক্ষক আসমা বেগম , মমতা কৈশোর কর্মসূচির ফোকাল পারসন ও সহকারি পরিচালক, কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রমুখ।
বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরী ক্লাবের সভাপতি ঝিনু পারভীন ও সাদিয়া ইসলাম মিম। স্বাগত বক্তব্য দেন কিশোর ক্লাবের রিফাত হোসেনুজ্জাম তাসফিন, রাহাত লাবিব ও কিশোরী ক্লাবের জান্নাতুল আক্তার জেরিন, আবিদা সুলতানা প্রমুখ।
উক্ত ক্যাম্পসমূহে ২৫২ জন কিশোর-কিশোরীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য কিশোর-কিশোরীদের পড়াশুনার পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধে ও ভার্চুয়াল আসক্তি হতে মুক্ত করে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে উৎসাহিত করার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় নগরীতে ও আনোয়ারা উপজেলায় কৈশোর কর্মসূচি পরিচালনা করছে মমতা। বিজ্ঞপ্তি