কাল সকালে বাংলাদেশ, বিকেলে আসছে অস্ট্রেলিয়া

সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজ শেষে কাল বৃহস্পতিবার  দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে একই দিন বিকেলে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

ওই দিন সকাল ৯টা ১০ মিনিটে কাতার এয়ারলাইনস যোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ডমিঙ্গো শিষ্যদের। আর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ওই দিন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে টিম অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল সকালে অবতরণ করেই সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যাবে।

আর অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বিকেলে ঢাকায় এসে বিমান বন্দর থেকে ইমিগ্রেশন ছাড়াই চলে যাবে ইন্টার কন্টিনেন্টালে। সেখানে দুই দলই তিন দিনের কোয়ারেনটাইন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এখবর নিশ্চিত করেছেন।

কাল সকাল ৯টা ১০ মিনিটে কাতার এয়ারলাইনসে আসবে বাংলাদেশ দল। এর মধ্যে ১৫ জুলাই সড়ক পথে এসেছে ভারতীয়ব্রডকাস্ট টিম। ওনারা আগরতলা হয়ে এসেছেন। এসে হোটেল লেকশোরে উঠেছেন, এখন তারা কোয়ারেনটাইনে আছেন। ব্রডকাস্ট দলের বাকি ৩০ জন আসবে ৩০ তারিখে, শ্রীলংকা থেকে।’

’অস্ট্রেলিয়া দল বিকেল ৪টা ৫ বা ১০ মিনিটে, কোয়ান্টাস এর চাটার্ড বিমানে। ওদের ক্রুরা আসবে ১৮ জন। ওদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ওরা বিমান থেকে নেমে শরীরের তাপমাত্রা নির্ণয়ের পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট দিবে।’

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে সফরকারি অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। খবর সারাবাংলার