করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু

১৫৫৬ নমুনায় শনাক্ত ৩৪৭

নিজস্ব প্রতিবেদক <<
করোনার দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রামের। দ্রুতগতিতে বাড়তে থাকা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মাসে সংক্রমণের পাশাপাশি চোখ রাঙাচ্ছে মৃত্যুও।
এরই মধ্যে চলতি মাসেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও গড়েছে কয়েকবার। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যুসহ চলতি মাসের ২০ দিনেই করোনায় মারা গেছেন ৮৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৭২ জন। এছাড়া সোমবার ১ হাজার ৫৫৬ জনের নমুনায় ২২ দশমিক ৩০ শতাংশ সংক্রমণ হার নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সোমবার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৫৫৬ নমুনায় শনাক্ত হয়েছেন ৩৪৭ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২২ দশমিক ৩০শতাংশ। শনাক্তদের মধ্যে নগরীতে ২৬৩ জন এবং উপজেলায় ৮৪ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৩৮ হাজার ১৮৮ জন এবং উপজেলায় ৯ হাজার ৩৮৬ জনসহ চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৭ জন এবং উপজেলায় একজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৮ জন। এ নিয়ে নগরীতে ৩৫০ জন এবং উপজেলায় ১২২ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭২ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৪২৩ নমুনার মধ্যে ৬১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রামবিশ্ববিদ্যালয়ে ২৩২ নমুনায় ৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৮৪ নমুনায় ৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৭১ নমুনায় ২৩ জন, শেভরনে ২৬৭ নমুনায় ৬৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৬৬ নমুনায় ৩২ জন, আরটিআরএল ল্যাবে ৫০ নমুনায় ৩১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬২ নমুনায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে করোনার পজিটিভ পাওয়া যায়নি।