করোনার টিকা নিলেন হেফাজত আমির বাবুনগরী

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
গতকাল রোববার দুপুরের দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গাড়িতে বসে তিনি টিকা নেন। করোনা ভাইরাসের দুই ডোজ টিকার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিনি।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী গত ১৪ জুলাই করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন। রোববার দুপুরে তিনি হাসপাতালে আসলে তাকে তার গাড়িতেই টিকা দেওয়া হয়। হেফাজতের আমিরকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, আলেম সমাজের মাঝে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে যে ভীতি ও দ্বিধা রয়েছে তা দূর করতেই তিনি টিকা নিয়েছেন। কিন্তু এটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন বলেও হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে।