উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার, আটক ৫

সুপ্রভাত ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার এবং জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে এপিবিএন। উপজেলার লম্বাশিয়া ১-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গত বুধবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান। খবর বিডিনিউজের।

আটকরা হলো টেকনাফের শাহপরীর উত্তর পাড়ার সৈয়দ হোসেনের ছেলে মো. ইসমাইল (৪৫), উখিয়ার লম্বাশিয়া ১-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (৩৭), মুসা খলিলের ছেলে আবুল খায়ের (১৮), মো. হাবিবের ছেলে মো. ত্বালহা (৬০) ও মো. হাবিবের ছেলে মোহাম্মদ হারুন (৩৬)।

পুলিশ সুপার বলেন, ‘গোপন খবরে এপিবিএন সদস্যদরা ঘটনাস্থলে অভিযান চালালে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় আব্দুল্লাহর ঘরে তল্লাশি করে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয়পত্র ও এসব তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’
আটকদের বরাতে কায়সার বলেন, ‘ভুয়া এনআইডি দিয়ে সাধারণ রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণসহ বিদেশ গমন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আসছিল। এ জন্য সংঘবদ্ধ দালাল চক্রটি মোটা অংকের টাকাও আদায় করছে।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।