উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গাযুবক খুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে মোহাম্মদ নূর আলম (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

মধুরছড়া ক্যাম্পের ৪ নম্বর এক্সটেনশনের আই ব্লকে সোমবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। এই হত্যার পিছনে কথিত গ্রুপ আরসা জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ব্যক্তি বেসরকারি এনজিওতে কাজ করতেন। তিনি আই ব্লকেই থাকতেন।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা গ্রুপের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। তবে নূরের গ্রুপের নাম জানা যায়নি।

‘ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নূর আলমের সঙ্গে কথিত সন্ত্রাসী গ্রুপ আরসার বিরোধী দলের সখ্য ছিল। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকারী যেই হোক তাকে খুব দ্রুত গ্রেফতার করা হবে।