নিজস্ব প্রতিনিধি, উখিয়া »
হঠাৎ করে উখিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে সবকিছু। গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
গত বুধবার দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এসময় প্রচ- বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করলে মানুষ দিগবিদিক ছুটে গিয়ে নিরাপদ আশ্রয় নেয়। এ সময় বেশকিছু গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ইব্রাহিম জানিয়েছেন। তবে ঝড়ো হাওয়ায় ফসলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা কৃষি অফিসার প্রসেনিজৎ তালুকদার জানিয়েছেন।
কালবৈশাখীর তা-বে লম্বাশিয়া, মধুর ছড়া, বালুখালী, কুতুপালং শফিউল্লাহ কাটা, হাকিমপাড়া, জামতলী, থাইংখালী ক্যাম্পে প্রায় শতাধিক ঝুপড়ি উপড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত সানা উল্লাহ, সেকান্দর, জোহার, আমানউল্লাহসহ কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, কালবৈশাখীর তা-বে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাপ্রস্তুতির পরিকল্পনা রয়েছে।