আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি

সাংস্কৃতিক দলের প্রতিবাদ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রামের উদ্যোগে লালদীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু তাহের বলেন, ‘জিয়া স্মৃতি জাদুঘরের নাম বদলানোর পাঁয়তারা করে ভবিষ্যত প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে’। তিনি অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর দাবি জানান।
অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সঞ্চায়লনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল মন্নান, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক দলের সহ-সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম, সাংস্কৃতিক দলের যুগ্ম সম্পাদক কবি ওসমান জাহাঙ্গীর, সাংস্কৃতিক দলের নেতা ওমর আলী রনি প্রমুখ।
সভায় সকল বিএনপি নেতাদের অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি