অলিম্পিকে বক্সিং রিংয়ে কামড়!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বক্সিং সারাবিশ্বের জনপ্রিয় খেলাগুলোর একটি। অলিম্পিকের চলতি আসরে শেষ ষোলোর হেভিওয়েট লড়াইয়ে নিউজিল্যান্ডের ডেভিড নিকার মুখোমুখি হয়েছিলেন ইউনিস বাল্লা। ম্যাচের তৃতীয় ও শেষ রাউন্ডে প্রতিপক্ষের কান কামড়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।
এর মাধ্যমে যেন ২৪ বছর আগে মাইক টাইসনের প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দেওয়ার সেই কুখ্যাত ঘটনার কথা মনে করিয়ে দিলেন বাল্লা। ঘটনাটা অবশ্য রেফারির চোখে পড়েনি। ম্যাচে ৫-০ ব্যবধানের জয় তুলে নেন নিকা। ম্যাচ শেষে ওই ঘটনার কথা জানিয়ে নিকা বলেন, সে পুরোপুরি মুখের ভেতর নিতে পারেনি। ভাগ্যক্রমে তার মুখে মাউথগার্ড ছিল এবং আমি কিছুটা ঘর্মাক্ত ছিলাম।তিনি আরো বলেন, আমি তাকে এমন অবস্থায় ফেলে দিয়েছিলাম যেন বুঝে উঠতে পারছিল না কী করবে। এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আমি বুকে কামড় খেয়েছিলাম। কিন্তু, এটা তো অলিম্পিক। খবর ডেইলি বাংলাদেশ’র