অধ্যক্ষ ডা. জহরলাল ভট্টাচার্যের স্মরণসভা

অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের আয়োজনে পেরেন্টস্ কেয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত অধ্যক্ষ ডা. জহরলাল ভট্টাচার্যের স্মরণে শোকসভা চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে পরিষদের সেক্রেটারি ডা. এম এ ফজলের পরিচালনায় এবং ডা. মৃদুল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব লুৎফর রহমান আলম, স্বপ্ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম রুবেল, ডা. নাজমা বেগম, ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হসপিটালের পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার। আরো বক্তব্য রাখেন মো. জালাল উদ্দীন কাউছার, জাবেদ হোসেন, মো. আমীর হোসেন, নাদিয়া প্রমুখ। সভায় ডা. জহরলাল ভট্টাচার্যের জীবন আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং মানবসেবায় তাঁর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করা হয়। সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, স্মরণসভা যথাযথ সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি