সাতকানিয়া উপজেলার কাঞ্চনা সার্বজনীন শ্রীশ্রী মা মগদেশ্বরী মাতৃ মন্দির হতে কাঞ্চনা ইউনিয়নের ধর্ম-বর্ণ নির্বিশেষে ৮০০ দুস্থ পরিবারের মাঝে সম্প্রতি চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ভোলানাথ চক্রবর্তী, দিপক দাশ, জন্মজয় নাথ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি তুষার ঘোষ ভোলা, সাধারণ সম্পাদক দোলন বিশ্বাস, নির্বাহী সদস্য রূপ কুমার নন্দী, অঞ্জন ঘোষ দোলা, সহ-সাধারণ সম্পাদক প্রসূন কুমার দাশ ছোটন, পুরঞ্জয় দাশ হিমু, সাংগঠনিক সম্পাদক শাওন ঘোষ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মানব কল্যাণে বিগত দিনেও শ্রীশ্রী মা মগদেশ্বরী মাতৃ মন্দির কাজ করে গেছে। তাই এই দুর্যোগ মুহূর্তে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ৮০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলাম। বিজ্ঞপ্তি
গ্রাম