নিজস্ব প্রতিনিধি, রাউজান »
৫শ ২৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম রাঙামটি সড়ক চার লেনের নির্মাণ কাজ চলছে। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাস স্টেশন থেকে শুরু হয়ে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুর, চারাবটতল, ইছাপুর, রুহুল্ল্যাপুর রাউজান উপজেলার পশ্চিম গহিরা সর্তার ঘাট, পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, পুর্ব গহিরা, পশ্চিম সুলতান পুর, জানালী হাট, দাইয়্যার ঘাটা, বেরুলিয়া, মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন, ঢেউয়া পাড়া, পশ্চিম রাউজান, বাইন্যা পুকুর, চারা বটতল, ফকির তকিয়া, ঢালার মুখ, রাউজান রাবার বাগান হয়ে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া গোদার পাড় চেক পোস্ট পর্যন্ত ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কের ৮০ ফুট প্রশস্ত করে চার লেইন সড়ক নির্মাণের কাজ চলছে। চার লেইন সড়কের নির্মান কাজ শুরু করার পুর্বে সড়কের দু পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের চার লেইনের নির্মান কাজে ১০টি ব্রিজ ও কয়েকটি কালভার্ট নির্মানসহ সড়কটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এন, ডি আই। রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় সড়ক ও জনপথ বিভাগ ৫শ ২৮ কোটি টাকা ব্যয়ে চার লেইন নির্মাণের কাজ করছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের রাউজান অফিসের কর্মকর্তা সুপারভাইজার অমল বিজয় চাকমা। সড়ক ও জনপথ বিভাগের অওতায় ১শ ২৫ কোটি টাকা ব্যয়ে গহিরা চৌমুহনী থেকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পর্যন্ত ২৫ কিলোমিটার দৈর্ঘ অদুদিয়া সড়কের নির্মাণ কাজ চলছে। এতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। ৩ কোটি টাকা ব্যয়ে রাউজান উপজেলা সদরের ডাকবাংলো ভবন থেকে পার্বত্য জেলার কাউখালী উপজেলার ভ্রাম্বনছড়ি পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ শহীদ জাফর সড়ক প্রশস্তকরনসহ ব্রিজ ও কালভার্ট নির্মানকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ। জলিল নগর বাস ষ্টেশন থেকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী কর্ণফুলী নদীর তীর পর্যন্ত ব্রিজ কালভার্ট নির্মানসহ হাফেজ বজলুর রহমান সড়ক প্রশস্তকরন কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক চার লেইনের নির্মান কাজ শেষ হলে চট্টগ্রাম পার্বত্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়ে সড়কে দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।