বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনের বাড়ি প্রাঙ্গণে গতকাল হাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং য্বুলীগ নেতা সাহেদ উদ্দিন মনসুরের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এসরারুল হক এসরাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন বাবলু, সঞ্জয় কুমার ভঞ্জ, হিন্দু মহাজোট, বোয়ালখালী শাখার সভাপতি পলাশ মল্লিক, মো. আজাদ হোসেন তালুকদার, যুবলীগ নেতা সুমন দে, মো. আবু সৈয়দ রাজীব, আক্তার হোসেন রুবেল, কুতুব উদ্দীন, মো. মোজাফ্ফর, মো. দিদার, মো. টিপু সুলতান, মো. আলী আকবর, জাহাঙ্গীর আলম, মো. রাকিব, জিকু দে, মো. নয়ন, শ্রীকান্ত দে, চমক চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন নেতবৃন্দ। সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জমির উদ্দিনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের জন্য আহব্বান জানান। বিজ্ঞপ্তি
গ্রাম
 
				 
		






















































