নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :
লোহাগাড়ায় ২০ শয্যা বিশিষ্ট ‘মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম’ আইসোলেশন সেন্টারে অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে।
২৩ জুলাই সকালে অক্সিজেন লাইনের সেবা কার্যক্রম উদ্বোধন করেন অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
ট্রমা সেন্টার মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহামেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ।
এছাড়া জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায়সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগীদের সেবার জন্য ইতোপূর্বে লোহাগাড়ায় আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টারে স্থাপন করা হয় এই আইসোলেশন সেন্টার।