হাটহাজারী
নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
হাটহাজারী উপজেলা ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ৫ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর লকডাউনের ৫ম দিনে অভিযান চালানো হয়। এসময় ১৮ টি মামলায় ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্ সুপ্রভাতকে বলেন, চলমান কঠোর লকডাউনে জনসচেতনতার লক্ষ্যে ব্যাপক মাইকিং করা হয়। কিছু মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরায় ১৮ টি মামলায় ৪ হাজার ২০০ জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, পৌরসভা ছাড়াও উপজেলার চৌধুরী হাট, আমানবাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনায় পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন বলে জানিয়েছেন তিনি।