নিজস্ব প্রতিনিধি, রাউজান
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য় ভাংচুরের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাউজানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ ম্মৃতিস্তম্ভস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই মানববন্ধন হয়। মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মেদের পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ বশির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র পদপ্রার্থী জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু আহম্মদ, হাজি ইউসুফ খান চৌধুরী,সাধন কুমার পালিত, সত্য রঞ্জন ষিশু কুমার বড়–য়া, নাজিম উদ্দিন চৌধুরী, বাদল চন্দ্র পালিত, উত্তম বড়–য়া প্রমুখ।
জগলু চন্দ্র. কে.এম আমিনুল ইসলাম, অর্জন বড়–য়া, সদস্য মুসলেম উদ্দিন কাউচার, আবরানুজ্জামান, আবদুল লতিফ প্রমূখ। সমাবেশে প্রধান অতিথি রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক,মৌলবাদ এদেশে বারবার সম্প্রীতি বিনষ্ট করতে কাজ করেছিল। প্রতিবারেই স্বাধীনতার পক্ষের শক্তি প্রতিহত করেছে তাদেও হীন প্রচেষ্টা। এবার বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাতদিয়েছে। যে কোন মূল্যে মৌলবাদীদের প্রতিহত করা হবে। বিশেষ অতিথি বশির উদ্দিন খান বলেন, যারা ৭১ সালে আমাদের অর্জিত স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে। এবার মুক্তিকামী জনতা ঐক্যবন্ধ হয়েছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা।