বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে এবং মাটিরাঙা জোনের সার্বিক তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ম্যারাথনে অংশগ্রহণের মাধ্যমে এর উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এসময় তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে সবাই উদ্দিপ্ত হয়ে দেশপ্রেম ও চেতনায় জাগ্রত হওয়ার পাশাপশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিজেকে উৎসর্গে দীপ্ত শপথে বলিয়ান হবেন।
পরে মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে দৌড় আরম্ভ করে।
৫ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মাটিরাঙা হাতিয় পাড়ার বনানী পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান, রিজিয়ন বিএম মেজর ইমরান হোসেন, মাটিরাঙা জোনের জোনাল স্টাফ অফিসার আরিফুর দৌলা‘সহ সকল পদবীর সেনা অফিসার ও শতাধিক সেনা সদস্য এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কম সময়ে যথাস্থানে ফিরে আসা ৫ জন সেনা সদস্যকে মেডেল পরিয়ে দেন।