লামায় পানি সংকট
নিজস্ব প্রতিনিধি, লামা :
দেশব্যাপী কয়েকদিনের তীব্র তাপদাহের কারণে পৌরসভা এলাকার বেশিরভাগ পুকুর, ঝর্ণা, খাল, ঝিরি ও নলকূপগুলো শুকিয়ে যায়।
এতে খাবার পানি থেকে শুরু করে ব্যবহারের পানিরও সংকট দেখা দেয় পৌর এলাকায়।
এরই মধ্যে ২৯ এপ্রিল থেকে সংকটাপন্ন পাড়াগুলোতে মাসব্যাপী বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু করেছে বান্দরবানের লামা পৌরসভা কর্তৃপক্ষ।
প্রতিদিন দুপুর দুইটা থেকে একটি ডাম্পার গাড়ির মাধ্যমে পাড়ায় পাড়ায় পানি সরবরাহের মধ্য দিয়ে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।
এতে সহায়তা করছেন পৌরসভার পানি প্রকল্প ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
প্রতিদিনেই বেশ কয়েকটি পাড়ার শত শত পরিবারের সদস্যরা কলস, বালতি ও ড্রামে করে বিশুদ্ধ পানি সংগ্রহ করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। খরা মৌসুমের কারণে লামা বাজার ও আশপাশ এলাকায় খাবার পানি সংকট দেখা দেয়ায় পৌর মেয়র মো. জহিরুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে একটি স্ট্যাটাস পোস্ট করে পৌরসভার প্রতিটি ওয়ার্ড এলাকায় বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার আশ্বাস দেন। সরেজমিনে দেখা যায়, মাস্টার পাড়া বড় নুনারবিল পাড়া ও মধুঝিরিতে পৌরসভার পানিভর্তি গাড়ি প্রবেশ করলে পানি সংকটে থাকা মানুষগুলো পানির জন্য কলসি নিয়ে ছুটে আসেন। পরে দীর্ঘ লাইন ধরে কলসি ভর্তি পানি পেয়ে আনন্দিত হন তারা।
বিশুদ্ধ পানি সরবাহের সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় ও অতি খরার কারণে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহায়তায় খাবার পানির সংকটে থাকা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিনামূল্যে খাবার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছি। পানি সংকট লাঘব না হওয়া পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পানি নিতে আসা মাস্টার পাড়ার বাসিন্দা উনুইসাং মার্মা, পাড়া কারবারী অপু মার্মা, বড় নুনারবিল পাড়ার মংছিংপ্রু মার্মা ও চেয়ারম্যান পাড়ার কাসেম মেস্ত্রী জানান- বিশেষ করে চলতি মৌসুমে অতি খরার কারণে পানি সংকট তীব্র আকার ধারণ করে। পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে পানি সরবরাহের কারণে তাদের পাড়াগুলোতে কিছুটা হলেও সংকট লাঘব হচ্ছে।