চকরিয়া : আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়,বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছিরের সঞ্চালনায় বুধবার চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স হলরুমে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। এদিন বিকাল চারটায় চকরিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক কেক কেটে গৌরবোজ্জল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। চকরিয়া উপজেলা যুবলীগের উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহিদুল্লাহ্ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পদক সাইফুদ্দীন মামুন, উপজেলে যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক মুজিব, সহ-সভাপতি জাবেদ হোসেন পুতুল, মহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, আব্দু রশিদ হায়দার, হাসানুল ইসলাম আদর, নাজমুল হাসান লিটন, হাসনাত মো. ইউছুপ, বাবুল, জসিম, সাহাবউদ্দীন, হালিম, সাহাবউদ্দীন, আমজাদ, মো. ইসমাইল প্রমুুখ।
রামগড় : আমাদের রামগড় প্রতিনিধি জানায়,উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রামগড় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।গত বুধবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বেলুন উড়িয়ে রামগড় বাজারের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা। জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।এ সময় বক্তাগন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত করেন এই সংগঠন গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আছান উল্যাহ, সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ, কাজী জিয়াউল হক শিপন, সুমন বড়ুয়া, খাজা নাজিম উদ্দিন-জন্টু, নাছির উদ্দিন, মো. শাহজাহানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
আনোয়ারা : আমাদের আনোয়ারা প্রতিনিধি জানায়, আনোয়ারায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবলীগ। যুবলীগের আহবায়ক শওকত ওসমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, নুর কাইয়ূম, শফিউল আলম, এডভোকেট আলম, আলী আকবর, জামশেদুল আলম, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ জামাল জালাল উদ্দিন, রাশেদ, ফোরকানসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।