নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা :
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম বলেন, মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে সকল প্রকার গ্রামীণ সড়ক মেরামতের জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত সোমবার সকালে দীঘিনালা উপজেলার কামাকোছড়া এলাকায় গ্রামীণ সড়ক র ক্ষণাবেক্ষণ মাস উদ্ধোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলায় শুরু হওয়া মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজ উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসান আলী এবং দীঘিনালা উপজেলা প্রকৌশলী মো. রাজু আহম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী জানান, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসের ১ তারিখ থেকে বছরব্যাপী রক্ষণাবেক্ষণ করা হবে। যাতে করে গ্রামীণ সড়ক ভালো থাকে এবং এলাকাবাসী ভালোভাবে চলাচল করতে পারে।