প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অক্সিজেন সেবা ছড়িয়ে দিতে কর্ণফুলি উপজেলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
একই সঙ্গে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারাও বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
৩১ জুলাই দুপুরে কর্ণফুলি উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা কাছে প্রতীকিভাবে কিছু অক্সিজেন সিলেন্ডার ও গাছের চারা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ডায়মন্ড সিমেন্টের ডিজিএম
(সেলস এন্ড মার্কেটিং) আব্দুর রহিম। এসময় চরপাথরঘাটা সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের সদস্য সচিব মুহাম্মদ সেলিম হক , সাউথ চট্টগ্রাম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউছুপ আলী, ডায়মন্ড সিমেন্টের ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী ও সহকারী ম্যানেজার মোশাররফ হোসেন, চরপাথরঘাটা সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের স্বাস্থ্য বিভাগের প্রধান সমন্বয়ক মার্শাল মনির, ফরিদ জুয়েল, মো. সেলিম খান, সাইফুদ্দীন সাইফ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসাইন, রমজান আলী রুমু উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, কর্ণফুলি উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আগে কোভিড হাসপাতালে যত রোগীর চিকিৎসা দেওয়া হতো এখন তা উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে। এই মূহুর্তে এই সিলিন্ডারগুলো আমাদের জন্য অনেক উপকারে আসবে।
ডায়মন্ড সিমেন্টের ডিজিএম আব্দুর রহিম বলেন, ডায়মন্ড সিমেন্ট দেশের যেকোন দুর্যোগে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এবারও এর ব্যতিক্রম হয়নি। কর্ণফুলি উপজেলার একটি মানুষও যেন অক্সিজেনের অভাবে মারা না যায়, সেজন্য যত অক্সিজেন প্রয়োজন হবে ডায়মন্ড সিমেন্ট তা সরবরাহ করার চেষ্টা করবে। বিজ্ঞপ্তি
গ্রাম
 
				 
		






















































