কক্সবাজারে বন নির্ভরশীলতা কমাতে ভিসিএফ সদস্যদের মধ্যে অনুদান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
ইকোসিস্টেম কনজারভেশন থ্রো লাইভলিহুড ইমপ্রূভমেন্ট এন্ড ফরেস্ট এনহেন্সমেন্ট (ইকো লাইফ) প্রকল্পটি যুক্তরাষ্ট্র সরকারের লোকাল ওয়াকর্স কর্মসূচির আওতায় ইউএসএআইডি (টঝঅওউ)-এর অর্থায়নে, বাংলাদেশ বনবিভাগ এবং বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহায়তায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) বাস্তবায়ন করছে। ২৭ জুন ফরেস্ট রিচার্ড ইনস্টিটিউশান ইউএসএইড’স ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এক লক্ষ টাকা ক্ষুদ্র মূলধন অনুদান (এমসিজি) হিসেবে ১৮টি ভিসিএফকে ১৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়, যা ব্যবহারের ক্ষেত্রে এমসিজি বিষয়ক নির্দেশিকা/ গাইডলাইন মেনে চলা যাতে প্রকল্প বাস্তবায়নে বন ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে হুমকি স্বরূপ বা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এমন কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না।
হিমছড়ি সিএমসি সভাপতি অ্যাডভোকেট আয়াছূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, ডিএফও, ককসবাজার দক্ষিণ বন বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, বন নির্ভরশীল গরীব মানুষদের বিকল্প জীবিকায়ন নিশ্চিত করার মাধ্যমে রক্ষিত বনাঞ্চলের উপরে মনুষ্যসৃষ্ট প্রভাব কমিয়ে আনা। সরকার রক্ষিত এলাকার বনজ সম্পদ রক্ষার লক্ষ্যে উক্ত এলাকার বন নির্ভরশীল দরিদ্র স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে গ্রাম সংরক্ষণ ফোরাম (ভিসিএফ) গঠন করেছে। গর্ভানেন্স ম্যানেজার আফরোজা খাতুেনর সঞ্চালনায় অনুষ্ঠানে পিএফ সদস্যরা ও হিমছড়ি সাইট টিম উপস্থিত ছিলেন। পরে চেক বিতরণের সাথে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহ যেমন বন বিভাগ, সিএমসি, ভিসিএফ ও নেকমের মধ্যে ক্ষুদ্র মূলধন অনুদান (এমসিজি) বিতরণ ও ব্যবহার সংক্রান্ত চুক্তিনামা সম্পন্ন হয় ।